ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাইনবোর্ডে সরকারি খাল দখল করে বাউল গানের আসর: জমজমাট মাদক, জুয়া, দেহ ব্যবসা

রানি মজুমদার
রানি মজুমদার
  • আপলোড সময় : ০১:২১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫১৫ বার পড়া হয়েছে

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এর পূর্ব পাশে পারিজাত সিটি কম্বল মার্কেটের পাশে অবৈধ ভাবে সরকারি খাল দখল করে গড়ে উঠেছে (নারায়ণগঞ্জ চিশতিয়া বাউল সমিতি) বাউল গানের ক্লাব। এ ক্লাবে রাত ভর চলছে মাদক, জুয়া ও দেহ ব্যাবসা সেই সাথে মহাসড়কে বারছে ছিন্তাই। অবৈধ ভাবে গড়ে উঠা এসব ক্লাবের লাগে না কোনো অনুমোদন অভিযোগ আছে এই ক্লাব চলছে রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় থাকা এলাকার প্রভাবশালীদের কথায়।
প্রতিদিন সন্ধ্যার পর থেকে জমে উঠতে থাকে এ সব বাউল গানের ক্লাব । ক্লাবের জমকালো আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমের জন্য মহাসড়কের পাশের পিলার থকে অবৈধ ভাবে ব্যাবহার করা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ বিদ্যুৎ। খোঁজ নিয়ে জানা যায়, এ ক্লাব নির্মাণ করেছেন ইমরান দেওয়ান, (ওরফে আক্কল আলী) শান্ত দেওয়ান, সুমন দেওয়ান,চম্পা দেওয়ান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাত ভর ক্লাবে অশ্লীল অঙ্গভঙ্গিতে গান গেয়ে পার্শ্ববর্তী এলাকা ও দূর দুরান্ত থেকে গান শুনতে আশা সাধারন শ্রমজীবী মানুষ দের ট্রাপে ফেলে নিস্য করে দিচ্ছে গান গাইতে আশা গাইকা ও তাদের সহযোগীরা। কোদাল দোয়া থেকে আশা এক ভুক্ত ভোগী আব্দুল কুদ্দুস যানান, সারাদিন রিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে শুনতে পাই আমার পছন্দের গান গাইছে আমি দেখতে গেলে বকশিশের নামে আমার কাছ থেকে ৫০০ টাকা যোর পূর্বক নিয়ে যায় । তিনি আরো যানান, প্রতিনিয়ত এখানে বিভিন্ন অপকর্ম চলে আমরা ভাই রোডে রিকশা চালাই এত কথা বলে বিপদের পরতে চাই না।

এ ছাড়াও সাইনবোর্ড মোড় থেকে সানারপাড় এর মধ্যকার জায়গাটিতে প্রতিনিয়ত রাতে বিভিন্ন যানবাহন ও পথচারীদের থকে দেশীয় অস্র ঠেকিয়ে মোবাইল মানিব্যাগ ও মূল্যবান জিনিস ছিন্তায়ের ঘটনা প্রতিনিয়তই ঘটে আসছে।

আশপাশের দোকানদার ও চালকরা জানান, ছিনতাইয়ের পর ও রাতে হাইওয়ে পুলিশের টহলের সময়ে এসব ছিনতাইকারীরা দৌড়ে বাউল গানের ডেরায় চলে যায়। এতে পুলিশ তাদের শনাক্ত করতে ব্যর্থ হয়, আর এই সুযোগটাই বার বার কাজে লাগাচ্ছে ছিনতাইকারী চক্র।
অনুসন্ধানে জানা যায়, কাচপুর ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন বালুর মাঠে রাতভর চলে গান।
আইন অনুযায়ী, পুলিশের অনুমতি ছাড়া রাতে অনুষ্ঠান ও উচ্চস্বরে গান-বাজনা করা যাবে না। আর অনুমতি পেলেও সর্বোচ্চ পাঁচ ঘণ্টা এমন অনুষ্ঠান করা যাবে, যা আবার রাত ১০টার মধ্যেই শেষ করতে হবে।
আইন অমান্য করেই রাতভর চলছে এসকল বাউল গানের ক্লাব।
গত ০৩ সেপ্টেম্বর জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে সেখানে ছুটে যান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তার ঘণ্টা খানেক পর ডিবি পুলিশের উপস্থিতিতে কিছুটা সময় গান-বাজনা বন্ধ থাকলেও তারা চলে গেলেই আবারো সেই আগের মতই কার্যক্রম চালাতে থাকে ক্লাবের কর্তারা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান সাইনবোর্ড মহাসড়কের পাশে বাউল গানের ক্লাবের ব্যাপারে আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাইনবোর্ডে সরকারি খাল দখল করে বাউল গানের আসর: জমজমাট মাদক, জুয়া, দেহ ব্যবসা

আপলোড সময় : ০১:২১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এর পূর্ব পাশে পারিজাত সিটি কম্বল মার্কেটের পাশে অবৈধ ভাবে সরকারি খাল দখল করে গড়ে উঠেছে (নারায়ণগঞ্জ চিশতিয়া বাউল সমিতি) বাউল গানের ক্লাব। এ ক্লাবে রাত ভর চলছে মাদক, জুয়া ও দেহ ব্যাবসা সেই সাথে মহাসড়কে বারছে ছিন্তাই। অবৈধ ভাবে গড়ে উঠা এসব ক্লাবের লাগে না কোনো অনুমোদন অভিযোগ আছে এই ক্লাব চলছে রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় থাকা এলাকার প্রভাবশালীদের কথায়।
প্রতিদিন সন্ধ্যার পর থেকে জমে উঠতে থাকে এ সব বাউল গানের ক্লাব । ক্লাবের জমকালো আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমের জন্য মহাসড়কের পাশের পিলার থকে অবৈধ ভাবে ব্যাবহার করা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ বিদ্যুৎ। খোঁজ নিয়ে জানা যায়, এ ক্লাব নির্মাণ করেছেন ইমরান দেওয়ান, (ওরফে আক্কল আলী) শান্ত দেওয়ান, সুমন দেওয়ান,চম্পা দেওয়ান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাত ভর ক্লাবে অশ্লীল অঙ্গভঙ্গিতে গান গেয়ে পার্শ্ববর্তী এলাকা ও দূর দুরান্ত থেকে গান শুনতে আশা সাধারন শ্রমজীবী মানুষ দের ট্রাপে ফেলে নিস্য করে দিচ্ছে গান গাইতে আশা গাইকা ও তাদের সহযোগীরা। কোদাল দোয়া থেকে আশা এক ভুক্ত ভোগী আব্দুল কুদ্দুস যানান, সারাদিন রিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে শুনতে পাই আমার পছন্দের গান গাইছে আমি দেখতে গেলে বকশিশের নামে আমার কাছ থেকে ৫০০ টাকা যোর পূর্বক নিয়ে যায় । তিনি আরো যানান, প্রতিনিয়ত এখানে বিভিন্ন অপকর্ম চলে আমরা ভাই রোডে রিকশা চালাই এত কথা বলে বিপদের পরতে চাই না।

এ ছাড়াও সাইনবোর্ড মোড় থেকে সানারপাড় এর মধ্যকার জায়গাটিতে প্রতিনিয়ত রাতে বিভিন্ন যানবাহন ও পথচারীদের থকে দেশীয় অস্র ঠেকিয়ে মোবাইল মানিব্যাগ ও মূল্যবান জিনিস ছিন্তায়ের ঘটনা প্রতিনিয়তই ঘটে আসছে।

আশপাশের দোকানদার ও চালকরা জানান, ছিনতাইয়ের পর ও রাতে হাইওয়ে পুলিশের টহলের সময়ে এসব ছিনতাইকারীরা দৌড়ে বাউল গানের ডেরায় চলে যায়। এতে পুলিশ তাদের শনাক্ত করতে ব্যর্থ হয়, আর এই সুযোগটাই বার বার কাজে লাগাচ্ছে ছিনতাইকারী চক্র।
অনুসন্ধানে জানা যায়, কাচপুর ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন বালুর মাঠে রাতভর চলে গান।
আইন অনুযায়ী, পুলিশের অনুমতি ছাড়া রাতে অনুষ্ঠান ও উচ্চস্বরে গান-বাজনা করা যাবে না। আর অনুমতি পেলেও সর্বোচ্চ পাঁচ ঘণ্টা এমন অনুষ্ঠান করা যাবে, যা আবার রাত ১০টার মধ্যেই শেষ করতে হবে।
আইন অমান্য করেই রাতভর চলছে এসকল বাউল গানের ক্লাব।
গত ০৩ সেপ্টেম্বর জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে সেখানে ছুটে যান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তার ঘণ্টা খানেক পর ডিবি পুলিশের উপস্থিতিতে কিছুটা সময় গান-বাজনা বন্ধ থাকলেও তারা চলে গেলেই আবারো সেই আগের মতই কার্যক্রম চালাতে থাকে ক্লাবের কর্তারা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান সাইনবোর্ড মহাসড়কের পাশে বাউল গানের ক্লাবের ব্যাপারে আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন