কেরানীগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকতি, ২৯ ভরি স্বর্ণ লুট
- আপলোড সময় : ০৭:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩৭ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একটি স্বর্ণের দোকানে ২৯ ভরি স্বর্ণলঙ্কার, ৩০ ভরি রুপা ও নগর ৮০ হাজার টাকা লুটে নিয়েছে ডাকাতরা।গত সোমবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের পায়েল জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে চাইলে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসার পূবে ২৯ ভরি স্বর্ণালংকার, ৩০ ভরি রূপার অলংকার ও নগদ আশি হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।
জৈনপুর পায়েল জুয়েলার্সের মালিক সুনীল মন্ডল বলেন, দোকানের পাশেই তার বাড়ি। প্রতিদিনের ন্যায় রাত সাড়ে নয়টার দিকে তিনি তার স্বর্ণের দোকান বন্ধ করে বাড়ি ফিরছলেন। এমন সময় একটি প্রাইভেটকার তার সামনে এসে তাকে জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিতে চায। এ সময় ডাকাতরা অস্ত্রেরের ভয় দেখিয়ে ও মারপিট করে জোড় পূর্বক আমার দোকানে স্বর্ণালংকার, রুপা এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। আশপাশেররলোকজন এগিয়ে আসার আগেই দুবৃত্তরা পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। সুনীল মন্ডলের চাচাত ভাই সাধন মন্ডল জানান, আমি ভাইয়ের চেচামেচির শব্দ পাচ্ছিলাম। পরে দোকান থেকে বের হয়ে দেখি আমার ভাই সুনীল কে কিছু লোক টানা হেছরা করছে৷ আমি ডাকাত ডাকাত বলে ডাকচিৎকার দিয়ে লোকজন জড়ো করে ভাইকে উদ্ধারের চেষ্টা করি৷ এসময় আশপাশের অনেক লোক চলে এলে গাড়িতে থাকা ডাকাতরা গুলি কর গুলি কর বলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে কেরানীগঞ্জে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে একটি একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি গভীর ভাবে দেখা হচ্ছে। আশা করছি তথ্য-প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের আসামীদের গ্রেপ্তার পূর্বক লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারবো।