ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জে যুবলীগের নেতার নেতৃত্বে বসতভিটায় হামলা ভাংচুরের অভিযোগ

জাহাঙ্গীর মাহমুদ (রূপগঞ্জ প্রতিনিধি)
জাহাঙ্গীর মাহমুদ (রূপগঞ্জ প্রতিনিধি)
  • আপলোড সময় : ০৩:৪৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩১৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগের দুইপক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনায় দুইপক্ষই রূপগঞ্জ থানায় পৃথক অভিযোগ দেন। গত রাতে উপজেলা গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের সঙ্গে ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী আনোয়ারের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার রাত ৯ টার দিকে উপজেলার যুবলীগের সভাপতি শফিকুলের নেতৃত্বে শ্যামল, মাসুম, জিপু শিকদার, মাহফুজ, আল-আমিন, রনি, জাকির, হৃদয়সহ অজ্ঞাত ৭/৮ জন পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল মতিন ও হামিদা বেগমসহ বেশকয়েকজনের বাড়িতে হামলা ভাংচুর চালায়। এসময় সন্ত্রাসীরা শাহদাত নামে এক যুবকের বুকের উপর পিস্তল ঠেকিয়ে তাকে মারধর করে ও তার দোকান লুটপাট করে নিয়ে যায়। এসময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা ফারিয়া নামে দেড় মাসের শিশুকে বুকের উপরে পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় সন্ত্রাসীরা সাধারণ মানুষের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করে। পরে রাত ১০ টার দিকে দিকে যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী আনোয়ারের লোকজনের সঙ্গে শফিকুল ইসলামের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়।

এ ব্যাপারে ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, যারা মারামারি করেছে তারা সবাই আমার লোকজন। তবে আমার নেতৃত্বে হামলা ভাংচুর হয়েছে এ বিষয়টি সঠিক নয়। আমি এলাকায় সবাইকে নিয়ে চলতে চাই।

এ ব্যাপারে আনোয়ারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় দুইপক্ষেরই পৃথক অভিযোগ পেয়েছি। তদন্তমোতাবে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রূপগঞ্জে যুবলীগের নেতার নেতৃত্বে বসতভিটায় হামলা ভাংচুরের অভিযোগ

আপলোড সময় : ০৩:৪৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগের দুইপক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনায় দুইপক্ষই রূপগঞ্জ থানায় পৃথক অভিযোগ দেন। গত রাতে উপজেলা গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের সঙ্গে ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী আনোয়ারের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার রাত ৯ টার দিকে উপজেলার যুবলীগের সভাপতি শফিকুলের নেতৃত্বে শ্যামল, মাসুম, জিপু শিকদার, মাহফুজ, আল-আমিন, রনি, জাকির, হৃদয়সহ অজ্ঞাত ৭/৮ জন পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল মতিন ও হামিদা বেগমসহ বেশকয়েকজনের বাড়িতে হামলা ভাংচুর চালায়। এসময় সন্ত্রাসীরা শাহদাত নামে এক যুবকের বুকের উপর পিস্তল ঠেকিয়ে তাকে মারধর করে ও তার দোকান লুটপাট করে নিয়ে যায়। এসময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা ফারিয়া নামে দেড় মাসের শিশুকে বুকের উপরে পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় সন্ত্রাসীরা সাধারণ মানুষের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করে। পরে রাত ১০ টার দিকে দিকে যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী আনোয়ারের লোকজনের সঙ্গে শফিকুল ইসলামের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়।

এ ব্যাপারে ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, যারা মারামারি করেছে তারা সবাই আমার লোকজন। তবে আমার নেতৃত্বে হামলা ভাংচুর হয়েছে এ বিষয়টি সঠিক নয়। আমি এলাকায় সবাইকে নিয়ে চলতে চাই।

এ ব্যাপারে আনোয়ারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় দুইপক্ষেরই পৃথক অভিযোগ পেয়েছি। তদন্তমোতাবে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন