সোনারগাঁ প্রেস ক্লাবের ৩ যুগ পূর্তি উদযাপন
- আপলোড সময় : ০৭:৫২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৯৫ বার পড়া হয়েছে
আনন্দঘন পরিবেশে সোনারগাঁ প্রেস ক্লাবের ৩ যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সোনারগাঁ প্রেস ক্লাবের ৩৬ বছর উদযাপন করা হয়। ১৯৮৭ সালের এ দিনে সোনারগাঁ প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা পরিষদ সংলগ্ন উদ্ভবগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্যরা আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করে।
আলোচনায় অংশ নেন সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, মাসুম মাহমুদ, দীপন সরকার, আনিসুর রহমান, হীরালাল বাদশা, মাজহারুল ইসলাম, আবুল বাসার, কবির হোসেন, হুমায়ন কবীর, রুবেল মিয়া, মাসুদ হাসান, শাহরুখ আহমেদ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মশিউর রহমান। আলোচনা শেষে কেক কাটা হয়।