ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর কার্যালয়ে হামলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রধান করে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: ইকবাল হোসেনের কার্যালয়ে হামলার ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। গত সোমবার নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলী আদালতে মামলাটি করেন কাউন্সিলর ইকবাল হোসেনের স্ত্রী রোজি ইকবাল। মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলামকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদরাসা রোড এলাকায় কাউন্সিলর কার্যালয়ে হামলা চালায়। এসময় কার্যালয়ের আসবাবপত্র, জানালার গøাস ও কম্পিউটার ভাঙচুরসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষতি সাধন করে। হামলাকারিরা কার্যালয়ের সচিব মো: তানভীর তুহিনকে মারধর করে। তখন আশপাশের লোক ছুটে আসলে হামলাকারীরা পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে হুমকি ধমকি দিয়ে চলে যায়।

বাদী রোজি ইকবাল জানান, হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ফলে আদালতে মামলা করেছি।
এদিকে হামলার ঘটনার পর থেকে কাউন্সিলর কার্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে ওয়ার্ডবাসী।
এ বিষয়ে কাউন্সিলর ইকবাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,“আমি বিএনপি করি বলে একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম পরিকল্পিতভাবে একের পর এক হামলা করছে। শফিকের ছেলে ‘টেনশন গ্রæপ’ নামক কিশোর গ্যাং নেতা রাইসুল ইসলাম সীমান্তর নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী গত ৩০ অগস্ট ও ৪ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে আমার বাড়িতে দু’দফা হামলা চালায়।

সর্বশেষ গত রবিবার ১০ সেপ্টেম্বর রাত ৮ টায় আমার ভগ্নিপতি মোক্তার হোসেনের সাহেবপাড়া এলাকাস্থ এম,এইচ টিম্বার অ্যান্ড ‘স’ মিলে হামলা চালায়। তার আগে আমার ব্যক্তিগত সচিব তুহিনকে ধরে নিয়ে প্রায় ১ ঘন্টা আটকিয়ে রাখে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে গেলেও পুলিশ অভিযোগ গ্রহণ করেননি।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর কার্যালয়ে হামলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রধান করে মামলা

আপলোড সময় : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: ইকবাল হোসেনের কার্যালয়ে হামলার ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। গত সোমবার নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলী আদালতে মামলাটি করেন কাউন্সিলর ইকবাল হোসেনের স্ত্রী রোজি ইকবাল। মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলামকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদরাসা রোড এলাকায় কাউন্সিলর কার্যালয়ে হামলা চালায়। এসময় কার্যালয়ের আসবাবপত্র, জানালার গøাস ও কম্পিউটার ভাঙচুরসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষতি সাধন করে। হামলাকারিরা কার্যালয়ের সচিব মো: তানভীর তুহিনকে মারধর করে। তখন আশপাশের লোক ছুটে আসলে হামলাকারীরা পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে হুমকি ধমকি দিয়ে চলে যায়।

বাদী রোজি ইকবাল জানান, হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ফলে আদালতে মামলা করেছি।
এদিকে হামলার ঘটনার পর থেকে কাউন্সিলর কার্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে ওয়ার্ডবাসী।
এ বিষয়ে কাউন্সিলর ইকবাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,“আমি বিএনপি করি বলে একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম পরিকল্পিতভাবে একের পর এক হামলা করছে। শফিকের ছেলে ‘টেনশন গ্রæপ’ নামক কিশোর গ্যাং নেতা রাইসুল ইসলাম সীমান্তর নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী গত ৩০ অগস্ট ও ৪ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে আমার বাড়িতে দু’দফা হামলা চালায়।

সর্বশেষ গত রবিবার ১০ সেপ্টেম্বর রাত ৮ টায় আমার ভগ্নিপতি মোক্তার হোসেনের সাহেবপাড়া এলাকাস্থ এম,এইচ টিম্বার অ্যান্ড ‘স’ মিলে হামলা চালায়। তার আগে আমার ব্যক্তিগত সচিব তুহিনকে ধরে নিয়ে প্রায় ১ ঘন্টা আটকিয়ে রাখে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে গেলেও পুলিশ অভিযোগ গ্রহণ করেননি।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন