অবিবাহিত থাকার কারণে কেউ কখনও মা’রা যায়নি : প্রভা
- আপলোড সময় : ০৯:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ২৬৯৭ বার পড়া হয়েছে
তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজেকে ব্যস্ত রেখেছেন টেলিভিশন পর্দাতেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সরব। বিশেষ করে ইনস্টাগ্রামে। প্রায় থাকে তার নানান পোস্ট। তেমনই একটি পোস্ট ছিল, তবে অন্য দিনের চেয়ে আলাদা।
তিনি পোস্ট করেছেন একটি ভিডিও। যেখানে জন্মদিন ও ঘুরে বেড়ানোর কিছু দৃশ্য যুক্ত করা হয়েছে। তাতে পরিবারের সদস্যদের সঙ্গে প্রভাকে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা গেছে। তবে ভিডিওর নেপথ্য ব্যবহার করা হয়েছে বক্তব্য। এতে পুরুষ কণ্ঠে বলতে শোনা যায়, ‘অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।’
সেটার ক্যাপশনে প্রভা লিখেছেন ‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না। কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।’
নাটকের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থেকেছেন এই তারকা। বিয়ে নিয়েও নানা মন্তব্য তাকে শুনতে হয়েছে। ফলে ভিডিওর এ অডিওটিও তার ব্যক্তিগত জীবনের অনুপ্রেরণা বলে মনে করছেন অনেকে।