কেরাণীগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপলোড সময় : ১২:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ৫১৬ বার পড়া হয়েছে
ঢাকার কেরাণীগঞ্জ এলাকা হতে ১৫২ বোতল ফেনসিডিল ও ৯২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গ্রেপ্তারকৃতের নাম মোঃ সোহান হাসান (৩১) পিতা-মৃত আনিছুর রহমান, সাং-মনোহরপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর বলে জানা যায়। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক আমিনুল ইসলাম । তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে জানান যে, র্যাব-১০ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দ ডাকপাড়া এলাকায় একটি মাদকচক্র গোপনে মাদক বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি টিম সেখানে নিবির পর্যবেক্ষন করে তথ্যের সত্যতা পান। এরপর র্যাব-১০ এর আভিযানিকদল সেখানে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন।উক্ত অভিযানে আনুমানিক ৫,৯৪,০০০/- (পাঁচ লক্ষ চুরানব্বই হাজার) টাকা মূল্য মানের ১৫২ (একশত বায়ান্ন) বোতল ফেনসিডিল ও ৯২০ (নয়শত বিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ সোহান হাসান।
র্যাব-১০ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। র্যাব-১০ এর সদস্য বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা দিয়ে উদ্ধার হওয়া মালামাল থানায় হস্তান্তরের করে।