যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখন কেউ শোনে না: ওবায়দুল কাদের
- আপলোড সময় : ০৮:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৮৪৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখন কেউ শোনে না। একাত্তরেরও নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামাতে পারেনি, আজও থামাতে পারবে না।
আমরা কারো নিষেধাজ্ঞা পরোয়া করি না। ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। তারা পারেনি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে। তাদের নিষেধাজ্ঞা কেউ শোনে না। কাজেই আমরা যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, নিষেধাজ্ঞায় ভয় দেখাবেন না। আজ (মঙ্গলবার) বিকাল ৫ টায় কেরানীগঞ্জের জিনজিরা বাস স্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন দেশের ভিসানীতি বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের কোন প্রভাব রাখতে পারবেনা। কারো নিষেধাজ্ঞা ও খবরদারিতে বাংলাদেশে নির্বাচন হবে না। বাংলাদেশের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল। মির্জা ফখরুল কি এজেন্সি পেয়েছে? জনগণের মতামতের ওপর ভিত্তি করেই দেশের গণতন্ত্রের পথরেখা নির্ধারিত হবে।
ওবায়দুল কাদের বলেন, সমাবেশে কিছু লোক দেখে মির্জা আব্বাস চাঁদ রাতের স্বপ্ন দেখছেন। কিন্তু যতই স্বপ্ন দেখুন, রঙিন বেলুনের মতোই চুপসে যাবে বিএনপি। আওয়ামী লীগ জনগণের ওপর আস্থা রেখেই সরকার পরিচালনা করে আসছে। জনগণই আওয়ামী লীগের একমাত্র শক্তি।
তিনি আরও বলেন, বিএনপি নেতারা বরাবরের মতো তাদের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার অপচেষ্টা করছে। বিএনপি নেতাদের মনে রাখা উচিত, তারা আওয়ামীলীগে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন কিন্তু তাদের নেত্রীর জন্য ৪৮ মিনিটও আন্দোলন করতে পারেনি। বরং শেখ হাসিনার উদার মানবিকতার কারণে খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও নিজ বাসায় বসবাস করছেন এবং নিজের পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন।
ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ডা:এনামুল রহমান। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সমাবেশে আরও বক্তব্য রাখেন শাহীন আহমেদসহ ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।