ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৫:৫৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬২৯ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জায়গায় থেকে অজ্ঞাত অনুমান (১৮) বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে শান্তিবাগ এলাকার আপন ঘর নামে ভবন থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃতের মুখের ডানপাশে চোয়ালের সাথে কান বরারবর কোন কিছু দিয়ে বাড়ি দেওয়া আঘাতের চিহ্ন রয়েছে। নাকে মুখে রক্ত দেখা গেছে। লাশের পড়নে ছিল কালো প্রিন্টের সালোয়ার কামিজ। এদিকে লাশ শনাক্তের জন্য পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে মৃতের আঙ্গুলের ছাঁপ, ডিএনএ সহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। তবে লাশের পরিচয় এখনো মিলেনি। প্রাথমিকভাবে এ মৃত্যুর কারণও জানা যায়নি। এদিকে সুরতহাল শেষে বুধবার দুপুরেই ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।

এ ঘটনায় ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, মেয়েটির এনআইডি কার্ড সম্ভবত হয়নি। তাই ফিঙ্গারের মাধ্যমেও পরিচয় শনাক্ত হয়নি। তবে শনাক্তের জন্য কার্যক্রম চলছে। আর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

আপলোড সময় : ০৫:৫৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জায়গায় থেকে অজ্ঞাত অনুমান (১৮) বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে শান্তিবাগ এলাকার আপন ঘর নামে ভবন থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃতের মুখের ডানপাশে চোয়ালের সাথে কান বরারবর কোন কিছু দিয়ে বাড়ি দেওয়া আঘাতের চিহ্ন রয়েছে। নাকে মুখে রক্ত দেখা গেছে। লাশের পড়নে ছিল কালো প্রিন্টের সালোয়ার কামিজ। এদিকে লাশ শনাক্তের জন্য পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে মৃতের আঙ্গুলের ছাঁপ, ডিএনএ সহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। তবে লাশের পরিচয় এখনো মিলেনি। প্রাথমিকভাবে এ মৃত্যুর কারণও জানা যায়নি। এদিকে সুরতহাল শেষে বুধবার দুপুরেই ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।

এ ঘটনায় ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, মেয়েটির এনআইডি কার্ড সম্ভবত হয়নি। তাই ফিঙ্গারের মাধ্যমেও পরিচয় শনাক্ত হয়নি। তবে শনাক্তের জন্য কার্যক্রম চলছে। আর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন