শিরোনাম :
কেরানীগঞ্জে পোশাক কারখানায় আগুন,
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৮:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ৫৭৩ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে আগানগর গুদারাঘাট এলাকায় খাজা সুপার মার্কেট-৪ এর দ্বিতীয় তলায় এইচ,এম,টি ওয়ান্ড নামক একটি কাপড়ের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় মার্কেটের দোকান বন্ধ করে চলে যাওয়ার পর রাতে হঠাৎ দোকানের ভিতর থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে শোরুমের ভিতরে থাকা জামাকাপড় পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগে আগুন নিভাতে গিয়ে দুজন আহত হয়।
শ্যামপুর নদী বন্দর ফায়ার সার্ভিসের লিডার মো. এবাদুল্লাহ জানান, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সূত্রপাত ঘটতে পারে। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।