সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, আহত দুলাল মিয়ার অবস্থা আশঙ্কাজনক আটক ২
- আপলোড সময় : ১১:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ৫৬৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বড় ভাই ফজল মিয়াকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গিয়ে ছোট ভাই দুলাল মিয়া (৫০) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আহত দুলাল মিয়ার পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজ্জাক হোসেন আহত দুলাল মিয়ার বড় ভাই ফজল মিয়াকে পূর্বপরিকল্পিতভাবে মোবাইলে ফোনে ডেকে তার বাড়িতে নিয়ে যায়। একপর্যায়ে তার সাথে অশুভ আচরণ করলে ফজল মিয়া তাকে গালমন্দ না করার কথা বললে সে রেগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাথে সাথে তার লোকজন ফজল মিয়াকে এলোপাতাড়ি মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে পেটাতে থাকে। এদিকে সংবাদ পেয়েই ফজল মিয়ার ছেলে ও তার ভাই ঘটনাস্থলে পৌছালেই দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুলাল মিয়াকে গুরুতর জখম করে।
তাদের চিৎকারে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় আহত দুলাল মিয়াকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা সেরে অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করেন। আহত দুলাল মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরিবারে কাছ থেকে জানা যায় আহত দুলাল মিয়া লাইফ সাপোর্টে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছে।
হামলার শিকার দুলাল মিয়া উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত শাহজাহান ওরফে ডেঙ্গর আলীর ছেলে।
এ ঘটনায় বুধবার সকালে আহতের ভাতিজা ইয়াছিন হোসাইন নির্ঝর বাদি হয়ে সোনারগাঁ থানায় রাজ্জাক, মেহেদি, মহসীন, ইমদাদ হোসেন, জামান, শামীম, সজিব, শাহ আলমসহ আরো ১০-১৫জন অজ্ঞাত নামা দুর্বৃত্তকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
পরে সোনারগাঁ থানার এসআই মো. ইমরান হোসেন ঘটনার সঙ্গে জড়িত ইমদাদ হোসেন (৫৫) ও আরমানকে (৪৩) গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।