ভূয়া কাগজপত্র দিয়ে জমি রেজিস্ট্রার না করায় ডেমরা সাব রেজিস্ট্রার অফিসের বিরুদ্ধে অপপ্রচার
- আপলোড সময় : ০৩:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
একটি জাতীয় দৈনিক ‘দূর্ভোগে ক্রেতা ও বিক্রেতা _ডেমরা সাব রেজিস্ট্রার কাউসার খানের ব্যাপক দূর্নীতি শীর্ষক ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি অসত্য বলে দাবি করেন ডেমরা সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা। তারা দাবি করেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত।এতে তাদের ব্যক্তিগত ও দাপ্তরিক সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। তারা বলেন, আমাদের জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া,কাল্পনিক, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।দীর্ঘদিন দাপ্তরিক কাজে কখনো অন্যায়ের সাথে জড়িত ছিলাম না,ভূমি খাতের দূর্নীতি ও অনিয়ম দূর করতে কতোটা চেষ্টা করছি তা সহকর্মীরা জানে।এছাড়া প্রকাশিত সংবাদে কাল্পনিক নাম ও তথ্য দিয়ে মিথ্যা সংবাদ করা হয়েছে।ডেমরা সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা কখনো অনৈতিক কাজ করে না,অনৈতিক কাজের তদবিরে সহায়তা না করায় একটি মহল অপপ্রচার করেছে।কিছু দূষ্কীতিকারী ও ভূমি খাতের দালাল চক্র ভূয়া কাগজপত্র এনে কাজের সুবিধা না পেয়ে সাংবাদিকদের কাল্পনিক তথ্য দিয়েছে বলে দাবি করেন কর্মকর্তারা।জমি রেজিষ্টার করতে টিন, আয়কর রির্টান,নামের গড়মিল ক্ষেত্রে কোর্ট হলফনামাসহ বিভিন্ন বৈধ কাগজপত্র তলব করতে গেলে অনেক সময় সাংবাদিক,জন প্রতিনিধি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসকল কাজে সাবরেজিস্টার অফিসের কর্মকর্তারা সায় না দিলে মানববন্ধন, গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে অপপ্রচার করার হুমকি প্রদান করে থাকে বলে অভিযোগ উঠেছে। সংবাদটি একপেশে করা হয়েছে, মনগড়া তথ্য দিয়ে জনমনে নেতিবাচক প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে।সাংবাদিকরা দেশ ও জাতির জন্য কল্যানকর ও ভালো কাজ করবে এই আশা করি। আমরা এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।