তেঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন
- আপলোড সময় : ০৫:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ৪৭৮ বার পড়া হয়েছে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ শাখা। মাহবুবর রহমান প্রিয়কে আহ্বায়ক ও আশিক আহমেদকে যুগ্ম আহ্বায়ক করে গতকাল ১৩ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি গাজী মাসুম বিল্লাহ জুয়েল ও সাধারণ সম্পাদক জসিম আহমেদ নিরব সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন তেঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগ শাখার যুগ্ম আহ্বায়ক, রাসেল চৌধুরী, মিজান ব্যাপারী, রিফাত আলী, শেখ নাঈম, শামীম মিয়া,ইব্রাহিম মাহমুদ, মো: মারুফ, আবু বক্কর মোল্লা, শাকিল আহমেদ।এছাড়াও কমিটিতে ৮ জনকে সদস্য হিসাবে রাখা হয়েছে। চিঠিতে নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসে জন্য অনুমোদন প্রদান করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ।
তেঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ নাঈম বলেন, তেঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষে তিন মাসের জন্য তেঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগের এই নতুন আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে ছাত্রলীগ সব সময় কাজ করে যাবে। সেই সঙ্গে কৃতজ্ঞা প্রকাশ করছি দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি। যারা আমাদের এই দায়িত্ব দিয়েছেন। আমি বা আমরা চাই কেরানীগঞ্জকে এগিয়ে নিতে। আমরা ছাত্রলীগ সব সময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।