সিদ্ধিরগঞ্জে চেকপোস্টে চাঁদাবাজির অভিযোগ এএসআই মেহেদীর বিরুদ্ধে
- আপলোড সময় : ০৯:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৪৪১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চেকপোস্ট বসিয়ে তল্লাশির নামে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মেহেদী হাসান ও কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে।
গত শনিবার (১৪ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে বিদ্যুৎ অফিস সংলগ্ন চেকপোস্টে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, শনিবার রাতে বাসা থেকে প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশ্য বের হোন তারা। তাদের গাড়িটি চিটাগাংরোড বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে ডিউটিরত পুলিশের সদস্যরা তাদের গাড়িটি থামানোর জন্য সংকেত দেন। সংকেত পেয়ে ভুক্তভোগীরা গাড়ি থামালে তল্লাশির জন্য তাদেরকে গাড়ি থেকে নামতে বলা হয়। পরবর্তীতে গাড়ি তল্লাশি করে কোন কিছু না পেয়ে ডিউটিরত পুলিশের সদস্যরা ভুক্তভোগীদের কাছ থেকে চা খাওয়ার কথা বলে টাকা দাবি করেন। কিসের জন্য টাকা দিতে হবে জানতে চাইলে পুলিশের এক সদস্য ক্ষিপ্ত হয়ে বলেন এক থানা থেকে অন্য থানায় পোস্টিং হতে টাকা লাগে। এমনি এমনি সব হয় না। তাছাড়া কথা না বাড়িয়ে টাকা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার নির্দেশ দেন বলেও অভিযোগ ভুক্তভোগীদের। একপর্যায়ে তাদের (পুলিশের সদস্যদের) নাস্তাবাবদ কিছু অর্থ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ভুক্তভোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী জানান, পুলিশের এমন আচরণ আমরা কখনোই আসা করিনি। পুলিশ যদি সাধারণ মানুষকে সেবার নামে এমন হয়রানি করে তাহলে আমাদের নিরাপত্তা কে দিবে? আমাদের গাড়িতে তল্লাশি করে তারা কিছুই পায়নি। তাহলে কেনো আমাদের কাছে টাকা দাবি করবে তারা। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে জানতে চাইলে সেখানে ডিউটিরত সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মেহেদী হাসান বলেন, তেমন কিছুই ঘটেনি সেখানে। একটু ভুলবোঝাবুঝি হয়েছে। পরবর্তীতে আমাদের হাবিবুর রহমান (ওসি অপারেশন) স্যার ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধান করে দিয়েছেন।