ঢাকায় দুই দলের সমাবেশকে ঘিরে মহাসড়কে পুলিশের তল্লাশি
- আপলোড সময় : ০১:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৪১৪ বার পড়া হয়েছে
রাজধানীর ঢাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির গণ সমাবেশকে ঘিরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন অংশে চলছে পুলিশের ব্যাপক তল্লাশি।
বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকেই মহাসড়কে বিপুল পরিমাণ পুলিশের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মহাসড়কের বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যানবাহনের যাত্রীদের তল্লাশি করছে পুলিশ সদস্যরা। এসময় যেসব যানবাহনে অতিরিক্ত যাত্রী মূলত সেগুলোই বেশি থামিয়ে তল্লাশি করা হচ্ছে বলে জানা গেছে। সন্দেহ হলে বিভিন্ন প্রশ্নও করা হচ্ছে যাত্রীদের।
এদিকে জেলা বিএনপি নেতাদের অভিযোগ বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তাদের গণ সমাবেশকে ঘিরে মঙ্গলবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে তাদের বাসায় ব্যাপক তল্লাশি ও অভিযান চালিয়েছে পুলিশ।
ঢাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে ঘিরে এই তল্লাশি করা হচ্ছে কিনা জানতে চাইলে তা অস্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এটা আমাদের নিয়মিত রুটিন। অস্ত্র, মাদক বহন ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এই তল্লাশি করা হচ্ছে বলেন জানান পুলিশের ওই কর্মকর্তা।