সোনারগাঁয়ে ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানব বন্ধন
- আপলোড সময় : ০৯:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ৪০৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের প্রতিবাদে মানব বন্ধন করেছেন ওলামায়েকেরাম ও মুসলিম জনতা।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মেঘনা নিউটাউন এলাকায় “যুদ্ধ নয় শান্তি চাই” স্লোগানে হাজার হাজার মুসলিম জনতার উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে সোনারগাঁওয়ের ওলামায়ে কেরামের আজকের সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল জনসমুদ্রে পরিনত হয়েছে।
কানায় কানায় পরিপূর্ণ জনসমাবেশে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মানবতার ফলেরিওয়ালা খ্যাত সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের সু-যোগ্য চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। তিনি বলেন,”যুদ্ধ নয় শান্তি চাই” আমি আলেমের সন্তান আমরা ইসরাইলকে ধিক্কার জানাই। এ হামলার জন্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চাই।
পরে মিছিল শেষে ইসরাইলের বিপক্ষে একে একে বক্তব্য প্রদান করেন ওলামায়েকেরামগণ। এবং বক্তব্য শেষে দু’হাত তুলে আল্লাাহর দরবারে বিশ্বের সকল মুসলিমজাতির মঙ্গল কমনা করে মোনাজাত পরিচালনা করেন।