লাখ টাকা উৎকোচ নিয়ে চিহিৃত ছিনতাইকারী আহাদকে ছেড়ে দিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মোজাম্মেল
- আপলোড সময় : ১০:২২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ৩৯৪ বার পড়া হয়েছে
লাখ টাকা উৎকোচের বিনিময়ে সিদ্ধিরগঞ্জের চিহিৃত ছিনতাইকারী একাধিক মামলার আসামী আহাদকে (৩২) গ্রেফতার করেও ছেড়ে দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোজাম্মেল হক। ১৯ (অক্টোবর) বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকা থেকে চিহিৃত ছিনতাইকারী একাধিক মামলার আসামী আহাদকে গ্রেফতার করে থানা পুলিশ। এর আগে ৭ (অক্টোবর) সদাগর এক্সপ্রেস লিঃ কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস থেকে দেড় লক্ষ টাকার মল্যের এক কয়েল তার চুরি ঘটনায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে পুলিশ ছিনতাইকারী আহাদকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফাতার করে। পাশাপাশি একই এলাকার ভাঙ্গাহারী দোকানে অভিযান চালিয়ে দোকানের মালিক নাজমুলকে না পেয়ে তার বাবা জহির উদ্দিন সরকারকে দোকান থেকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে সাইলো এলাকায় শ্রমিকলীগ নেতা কবির হোসেনের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোজাম্মেল হকের সাথে দেন দরবার করে ১ লাখ টাকা নিয়ে ছিনতাইকারী আহাদকে রাতেই ছেড়ে দেন। অপর আটককৃত ভাঙ্গাহারী দোকানের মালিক নাজমলের বাবা জহির উদ্দিন সরকারকে এএসআই হাসানের মাধ্যমে ৪০ হাজার নিয়ে ছেড়ে দেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোজাম্মেল হক।
গ্রেফতারকৃত চার জনের মধ্যে দুই জনকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিয়ে মাসুম ও বিজয়কে দ্রুত বিচার আইনে মামলা দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোজাম্মেল হকের সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন প্রতিদিন কতত. আসামী ধরি ছাড়ার বিষয়ে কাগজ না দেখে বলতে পারি না।