নোয়াখালীতে ২২ পূজা মন্ডপে নগদ অর্থ-উপহার সামগ্রী বিতরণ
- আপলোড সময় : ০৩:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ৪৫০ বার পড়া হয়েছে
শারদীয় দূর্গা পূজাকে আরো উৎসবমুখর করতে নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার পূজা মন্ডপে নগদ টাকা এবং গরীব অসহাদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী-১ আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম।
গত শনিবার (২১ অক্টোবর) থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চার দিন ব্যাপী শারদীয় দূর্গা মন্ডপ পরিদর্শন, মতবিনিময় ও গরীব অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
সোনাইমুড়ী উপজেলার জয়াগ, নদনা, আমিশাপাড়া, সোনাপুর ও সোনাইমুড়ী পৌরসভার ১০টি পূজা মন্ডপ এবং চাটখিল উপজেলার বদলকোট, সাহাপুর, রামনারায়নপুর, খিলপাড়া, চাটখিল পৌরসভার ১২টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি সোনাইমুড়ী-চাটখিল উপজেলার ২২টি পূজা মন্ডপে নগদ ১০ লক্ষ টাকা এবং আড়াই হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ সোনাইমুড়ী শাখার সভাপতি মানিক লাল ভৌমিক, সাধারণ সম্পাদক দীপংকর চক্রবর্তী, উপজেলা হিন্দু- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রতিক বন্ধু দেবনাথ, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আবু ছায়েম প্রমূখ।