ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় নৈশপ্রহরী নিহত:চালকের বিরুদ্ধে মামলা
- আপলোড সময় : ১২:২৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ৩৭২ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের পেছন থেকে ধাক্কা খেয়ে মো. রফিকুল ইসলাম (৬০) নামে এক নৈশপ্রহরীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ডেমরা থানায়। বৃহস্পতিবার দিনগত রাতে মৃতের শ্যালক মো. খোরশেদ আলম (৪৭) ওই কাভার্ডভ্যানের চালক মো. আব্বাসের (৩০) বিরুদ্ধে মামলা করেন। বৃহস্পতিবার ভোর ৩ টার দিকে কোনাপাড়া—ধার্মিকপাড়া এলাকার জারা প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় তার বাম পাশের অন্ডকোষ বেরিয়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছিলা রক্তাক্ত জখম হয়। তিনি ওই কারখানাতেই নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন। তবে এ ঘটনায় অব্বাস পলাতক রয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানা পুলিশ। নিহত রফিকুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেলবাড়ী গ্রামের মৃত বাসের উদ্দিনের ছেলে বর্তমানে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর পাটারতা গ্রামে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তার এক ছেলে এক মেয়ে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ অক্টোবর) রাত আটটার দিকে কাঁচপুর ভাড়া বাসা থেকে ডিউটির উদ্দেশ্যে ডেমরায় কারখানায় আসেন রফিকুল। পরবর্তীতে দায়িত্বরত অবস্থায় বৃহস্পতিবার ভোর ৩ টার দিকে কাভার্ড ভ্যানের ধাক্কায় সে গুরুতর আহত হয়। এই ঘটনায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ভোররাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন,আসামি গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যে কোন সময় ওই চালককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।