শিরোনাম :
ফাঁকা মহাসড়কে বিজিবির টহল
ইসমাইল হোসেন মিলন (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)
- আপলোড সময় : ০৪:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ৪৪২ বার পড়া হয়েছে
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধকে ঘিরে সকাল থেকেই ফাঁকা রয়েছে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
মহাসড়কে দূর পাল্লার যানবাহন চলতে দেখা না গেলেও চলছে ব্যাটারী চালিত অটোরিকশা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকে মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে এমনটাই দেখা গেছে।
তবে সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধকারীরা মিছিল ও পিকেটিং করেছেন। এদিকে সকাল থেকে অবরোধে যেন কোনো ধরনের নাশকতা না হয় সে জন্য বিজিবি, পুলিশ ও র্যাবের টহল দিতে দেখা যায়। বিএনপির অবরোধ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও মহাসড়কে অবস্থান করতে দেখা যায়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের পরিদর্শক (টিআই) একে এম শরফুদ্দিন জানান, সকাল থেকেই যানবাহনের সংখ্যা কম। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।