বারিধারা-মিরপুরে দুই বাস ও মহাখালীতে অ্যাম্বুলেন্সে আগুন
- আপলোড সময় : ১১:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ২৯৯ বার পড়া হয়েছে
রাজধানীর বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বারিধারার নতুনবাজারের কোকাকোলা মোড়ে এ ঘটনা ঘটে। কিছুক্ষণ পরই মহাখালীতে একটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়ার খবর আসে। এর ঘণ্টাখানেকের মধ্যে জানা যায়, মিরপুরে আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছে।
এ নিয়ে ঢাকায় বুধবার ছয়টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এর আগে শ্যামলীতে সন্ধ্যা ছয়টার দিকে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া কাফরুলে তিতাস পরিবহনের একটি বাস ও মুগদায় নিদয় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় কোকাকোলা মোড়ে বাসে আগুন দেওয়ার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ আগুন নেভায়।
বারিধারায় বাসে আগুন দেওয়ার কিছুক্ষণ পর মহাখালীর রেল ক্রসিংয়ের কাছে ইউনিভার্সাল মেডিকেল কলেজের কাছে একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভায়।
এদিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, রাত ৯টার দিকে মিরপুর ১২ নম্বরে সড়কে একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে তাদের দুটি ইউনিট পাঠানো হয়েছে।