নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৭:১১:০০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ৪০২ বার পড়া হয়েছে
ম্যাজিস্ট্রেসিকে আরো জনবান্ধব, জনকল্যাণমুখী ও গতিশীল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা সারওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মোহাম্মদ মনিরুজ্জামান বুলবুল, নারায়ণগঞ্জ জেলার কোর্ট পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান ও ফতুল্লা থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন- বিজিবি নারায়ণগঞ্জের অধিনায়ক লে. কর্নেল খালিদ ইফতেখার, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, সরকারি কৌঁসুলি মেরিনা বেগম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশ ও পিবিআই’র পুলিশ সুপারগণসহ নারায়ণগঞ্জের সকল থানার অফিসার ইনচার্জ। এছাড়া নারায়ণগঞ্জের জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন বলেন, বিচারপ্রার্থী মানুষ যাতে হয়রানীর শিকার না হয় সেজন্য পুলিশ-ম্যাজিস্ট্রেটকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারকৃত আসামির টিআইপি শেষ করার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় সভাপতি নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান তার বক্তব্যে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে আইন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে দক্ষতার সঙ্গে ক্রটিমুক্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও সাক্ষীর উপস্থিতি নিশ্চিতকরণসহ সাক্ষীদের নিরাপত্তা ও গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে যথাসময়ে আদালতে উপস্থাপনের ওপর জোর দেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সততা ও স্বচ্ছতার সঙ্গে অধিকসংখ্যক মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে জোর দেন।
সভায় ফৌজদারি মামলা নিষ্পত্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত, তা থেকে উত্তরণের উপায়, ফৌজদারি মামলায় সাক্ষ্য উপস্থাপন ও সংশ্লিষ্টদের করণীয় এবং ফৌজদারি মামলার তদন্তে তদন্তকারী সংস্থাসমূহের ক্রটি-বিচ্যুতি এবং সংশোধনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট অংশীদারগণ ফৌজদারি মামলার বিভিন্ন পর্যায়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শাকিলুর রহমান।