বিএনপি-জামাতের ডাকা অবরোধের বিরুদ্ধে অবস্থান, প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৭:১৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ৭৬৬ বার পড়া হয়েছে
বিএনপি-জামাতের ডাকা ২দিনের অবরোধের ১ম দিনে সকাল সাড়ে ১০টায় নোয়াখালীর সেনবাগে সরকার দলীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ অবরোধের বিরুদ্ধে অবস্থান, প্রতিবাদ ও বিক্ষোভ করেছে।
রোববার (০৫ নভেম্বর ) সেনবাগ থানার মোড়ে সেনবাগ সরকারি ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ও নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাঁর নেতৃত্বে অবরোধ বিরোধী অবস্থানে অংশ গ্রহণ করে ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মজিবুল বাবুল, ৩নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাহাদুর, ৪নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এয়াছিন দুলাল, শ্রমিক লীগের নেতা অলি ভূঁইয়া, ৩নং ডমুরুয়া ইউনিয়ন যুবলীগের সদস্য, ৯নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাহাব উল্লাহ, যুবলীগ নেতা জাহিদ প্রমুখ।