সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বাসে আগুন
- আপলোড সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ৩৫২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করা একটি বাসে ভাঙ্গচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১১ নভেম্বর) গভীর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কেের সানারপাড় পিডিকে পাম্পের পাশে অবস্থিত এক গ্যারেজে লাব্বাইক বাসে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, গতকাল রাতে এমন ঘটনা ঘটেছে। আগুন সামান্য হওয়ায় গ্যারেজে থাকা লোকরাই আগুন নিভিয়ে ফেলেন। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায় নি। আমরা গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি তারাও বিষয়টি বলতে পারেন নি। দুর্ঘটনাবশত নাকি কোনো নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, আমরা এমন কোনো খবর পাইনি।