দেয়ালে দেয়ালে লাগানো রঙিন পোষ্টার কারাগারে থাকা কাউন্সিলর মতির দ্রুত বিচারের দাবি এলাকাবাসীর
- আপলোড সময় : ০৮:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় কারাগারে থাকা নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক মতিউর রহমান মতির দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা জুড়ে দেয়াল, বাস, ট্রাকসহ বিভিন্ন যায়গায় রঙিন পোষ্টার লাগিয়েছে এলাকাবাসী।
সোমবার রাত থেকেই কাউন্সিলর মতির দ্রুত বিচারের দাবিতে দেয়াল, বাস ও ট্রাকে লাগানো এসব রঙিন পোষ্টারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়।
মঙ্গলবার দুপুরে সরজমিনে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে লাগানো এসব পোষ্টারের দেখা মিলে। তবে কে বা কারা এই পোষ্টার লাগিয়েছে তা কেউ বলতে পারেনি।
কাউন্সিলর মতির দ্রুত বিচারের দাবি জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন যায়গায় যে পোষ্টার লাগানো হয়েছে তা হুবহু তুলে ধরা হলো, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দূর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর দূর্নীতিবাজ, মাদক স¤্রাট, চাঁদাবাজ, ইন্টারপুলের আসামি রাজাকার পুত্র, নব্য আওয়ামী লীগের সর্ব দলীয় নেতা ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির স্থানীয় চেয়ারম্যান সফর আলী ভুঁইয়ার পালিত সন্ত্রাসী তার নামে তিনটি হত্যা মামলা ও ৫/৬ টি হত্যা চেষ্টা মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে, সেই দূর্নীতিবাজ মতি এখন কারাগারে! পাশাপাশি আদালতের কাছে দ্রুত বিচার চেয়ে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সিদ্ধিরগঞ্জ এলাকাবাসী ও সর্বস্থরের জনগন।
এদিকে নাসিক ৬নং ওয়ার্ডের সোনামিয়া বাজার, সুমিলপাড়া এলাকায় সরজমিনে গেলে বেশ কয়েকজন স্থানীয় ব্যাক্তিদের সাথে কথা হয় এই প্রতিবেদকের। তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, কাউন্সিলর মতি কারাগারে থাকলেও তার বিশাল সা¤্রাজ্য নিয়ন্ত্রণ করছেন তারই (মতির) তিন খলিফা। তারা হলেন একাধিক মামলার আসামি মতির ব্যাক্তিগত ক্যাশিয়ার ফজলুল হকের ছেলে মানিক ওরফে মানিক মাষ্টার, একই এলাকার বাচ্চু মন্ডলের ছেলে মতির সেকেন্ড ইন কমান্ড তেল চোর চক্রের সেল্টারদাতা আশরাফ উদ্দিন ওরফে পল্টি আশরাফ ও কিশোর গ্যাং বাহিনীর প্রধান, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, মারামারিসহ একাধিক মামলার আসামি মৃত করিম কসাইয়ের ছেলে আক্তার ওরফে পানি আক্তার। মূলত কাউন্সিলর মতিউর রহমান মতি কারাগারে যাওয়ার পর থেকেই তার সকল সেক্টর নিয়ন্ত্রন করছেন এই খলিফা। দূর্নীতির দায়ে মতি কারাগারে থাকলে তাদের চাঁদাবাজি দূর্নীতি বন্ধ হয়নি। স্থানীয়রা আরও জানান, কাউন্সিলর মতির বাবা বাদশা মিয়া ছিলেন একজন রাজাকার। সেই রাজাকার পুত্র কিভাবে দেশের মঙ্গল বয়ে আনবে। দেশে যুদ্ধের সময় রাজাকার বাহিনী যেমন লুটপাট করেছিলো। ঠিক দেশ স্বাধীন হলেও রাজাকারপুত্র মতির লুটপাট বহাল তবিয়তে ছিলো। সে একজন দূর্নীতিবাজ। তার শরীরে এখনো রাজাকারের রক্ত মিশে আছে। সে কখনো এই ওয়ার্ড বাসীর ভালো চায়নি। তার অপকর্মের ফল তিনি এখন ভোগ করছেন। আমরা এলাকাবাসী তার সর্বচ্ছ শাস্তি দবি করছি। তার অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা। পাশাপাশি তার ক্যাডার বাহিনীকেও যেনো আইনের আওতায় আনা হয়।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় গত সোমবার (৬ নভেম্বর) মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতে শুনানি শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক মতিউর রহমান মতিকে জেল হাজতে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী।
এদিকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার চার্জশিট ভুক্ত আসামি ছিলেন যুবলীগের এই নেতা। পরবর্তীতে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।