নোয়াখালীতে যানবাহন ভাঙচুর অগ্নিসন্ত্রাসে জড়িত গ্রেফতার ৫
- আপলোড সময় : ১১:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- / ৫২১ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ এর তফসিল ঘোষণাকে কেন্দ্র করে গত ১৫/১১/২০২৩ খ্রি. তারিখে বিভিন্ন এলাকায় যানবাহন ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসে জড়িত ০৫ জনকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
বুধবার (২২ নভেম্বর ) নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম(বার) এর সার্বিক দিক-নির্দেশনায় সুধারাম থানার অভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ০৫ জন অগ্নিসন্ত্রাস ও পিকেটারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ১।মোঃ শফিকুল ইসলাম শ্বপন (পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক), পিতা-করিম, সাং-পূর্ব শুল্যকিয়া, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী,
২। আনোয়ার হোসেন@মিজান (কোষাধ্যক্ষ জেলা ছাত্র শিবির),পিতা-নুরুল আমিন, সাং-ফকিরপুর, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, ৩।নুরুল আমিন
(জামায়াতের সাবেক উপজেলা আমির বর্তমানে জেলা সহ আমির), পিতা-চৌধুরী মিয়া, সাং-ফকিরপুর, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী,
৪। মোঃ নূরনবী স্বপন (ধর্মপুর ইউপির বিএনপির সভাপতি), পিতা-মীর মোহাম্মদ, সাং-ধর্মপুর, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী ও ৫। রোকন উদ্দিন বাবলু, পিতা- হাজী মো হানিফ মিয়া, সাং- পশ্চিম চর উরিয়া, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম(বার) জানান ধৃত আসামীদেরকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।