শিরোনাম :
নাসিক ৪নং ওয়ার্ডে নাজমুল হক খোকার নেতৃত্বে বিশাল শান্তি মিছিল
মো: সাদ্দাম হোসেন মুন্না খান (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০১:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ৫৫৫ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা নাজমুল হক খোকার নেতৃত্বে শিমরাইল থেকে এক বিশাল শান্তি মিছিল বের করেন। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে শুরু হওয়া শান্তি মিছিলে নাসিক ৪ নং ওয়ার্ডের শিমরাইল, টেকপাড়াসহ আশপাশের কয়েক হাজার নারী-পুরুষ এই শান্তি মিছিলে অংশগ্রহন করেন।
নাজমুল হক খোকার নেতৃত্বে মিছিলকারীরা শেখ হাসিনার নৌকা, শামীম ওসমানের নৌকা বলে শ্লোগান দিতে থাকে।
বিশাল এই শান্তি মিছিলে আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল হক, যুব মহিলালীগ নেত্রী সুমি বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শামীম ওসমানের ছবি সংবলিত ব্যানার খচিত মিছিলটি শিমরাইল, টেকপাড়া, আটি, হাউজিংসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।