শিরোনাম :
সাংবাদিক জহির আলমের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৭:৫৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ৫২৩ বার পড়া হয়েছে
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ জহির আলম সিকদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
গতকাল মঙ্গলবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক খুরশীদ আলম গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃদ্বয় বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় মোঃ জহির আলম সিকদারের উপর মোঃ মোখলেস ও ইয়ামিনসহ কয়েকজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।
আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে এস আই মিজানুর রহমান সজীব বলেন, আমরা অভিযোগ পেয়েছে। ঘটনা তদন্ত করে অপরাধী কে আইনের আওতায় আানা হবে।