বীর মুক্তিযোদ্ধা ও শহীদ, যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান
- আপলোড সময় : ১০:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ৩৬৯ বার পড়া হয়েছে
১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ, যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান…
শনিবার (১৬ ডিসেম্বর ) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, নোয়াখালীর সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড এর সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন সহ জেলার উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সকল বীর মুক্তিযোদ্ধা গণ ও বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্য বৃন্দ।