সোনারগাঁয়ে নৌকা প্রতীক পেয়ে সাবেক এমপি কায়সারের আনন্দ মিছিলের ডাক
- আপলোড সময় : ১০:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / ৩৬৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়ে সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ৭ জানুয়ারি ভোটাদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন।
নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীক পেয়েছেন গণমানুষের নেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
নারায়ণগঞ্জ সোনারগাঁও ৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়ে আনন্দ মিছিল করার ডাক দিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সোনারগাঁও নৌকার মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
তিনি ১৮ ডিসেম্বর আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়ে আগামীকাল ১৯শে ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটায় মোগরাপাড়া চৌরাস্তা দলীয় কার্যালয়ে সকলকে উপস্থিত থাকার জন্য একটি ফেসবুক আইডিতে ঘোষণা দেন। আওয়ামী লীগের দলীয় প্রতীক পেয়ে সকলের উপস্থিতিতে একটি আনন্দ মিছিলের আয়োজন করে সকলের সাথে সুখ দুখ ভাগাভাগি করে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রস্তুতি সূচনা করতে চান।
এ সময় তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবাই যোগ্য। ভোটাররা যাকে পছন্দ করবেন তারই নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে। সবারই চেষ্টা থাকবে যাতে আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারি এবং ভোটকেন্দ্রে বেশি ভোটার উপস্থিতি নিশ্চিত করতে পারি।
কায়সার আরও বলেন, ‘রাজনীতিতে আমি স্বচ্ছ , অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও ঈদ আমেজে নির্বাচন করতে চাই। সকলের অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চাই দেশের জনগণকে। তবে সবকিছুই আমার কাছে চ্যালেঞ্জিং। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সব বিষয়ে আমাকে সহযোগিতা করছে। এই সোনারগাঁ মানুষ আমাকে ভালবাসে বিদায় দেশ রত্ন শেখ হাসিনা আমাকে সোনারগাঁয়ে নৌকার মাঝি হিসেবে মনোনীত করেছেন এবং আজ নৌকা প্রতীক আমাকে দিয়েছে আমি এর যথাযথ মর্যাদা বজায় রাখতে ইনশাআল্লাহ চেষ্টা করব। এতে সোনারগাঁ সর্বস্তরের জনগণের সর্বত্র সহযোগিতা আমার একান্তভাবে কামনা।
অবশেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত নির্বাচন কমিশন থেকে নৌকা প্রতিক হাতে পাওয়ায় আনন্দের উচ্ছ্বাসে ভাসছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
তফসিল অনুযায়ী গতকাল ১৮ ডিসেম্বর (সোমবার) প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দিয়েছেন নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় প্রার্থী কায়সার হাসনাত তার নেতাকর্মীদের সাথে নিয়ে সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলার রিটাংনি কর্মকর্তার কাছ থেকে নৌকা প্রতিক গ্রহন করেন।
এছাড়াও জাতীয় পার্টি সহ অন্যান্য প্রার্থীরা আজ দলীয় পথিক গ্রহণ করছে আজ।