মরহুম মোস্তফা কামাল (নেতা কামাল ) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও পুরষ্কার বিতরণ
- আপলোড সময় : ০৮:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ৪৭২ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মেধাবৃত্তি পরীক্ষার সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ ডিসেম্বর ) নোয়াখালীর সেনবাগ ইসলামী কিন্ডারগার্টেন এন্ড টেকনিক্যাল স্কুল আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মরহুম মোস্তফা কামাল (নেতা কামাল ) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার সনদ বিতরণ অনুষ্ঠান’২০২৩ স্কুল সভা কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মরহুম মোস্তফা কামাল (নেতা কামাল ) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার সভাপতি রোকেয়া বেগম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসএ গ্রুপ অব কোম্পানিজের গ্রুপ কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ ইসলামী কিন্ডারগার্টেন এন্ড টেকনিক্যাল স্কুল এর সভাপতি আবদুল আজিম চৌধুরী, সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেন ও সেনবাগ ইসলামী কিন্ডারগার্টেন এন্ড টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু সাযেদ।
এসময় আরো বক্তব্য রাখেন, কানকিরহাট ডিগ্রি কলেজের প্রভাষক আবু নাঈম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আজিজুর রহমান মিশু, মাস্টার মোঃ আবদুল মাজেদ, অভিভাবক বাবর প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সেনবাগ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ রুকন উদ্দিন বাশার চেয়ারম্যান মোঃ আবুল বাশার, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বৃত্তি প্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।