২০২৪ সালের মধ্যে পরিচ্ছন্ন ঢাকা গড়বো_মেয়র তাপস
- আপলোড সময় : ০২:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ৬২৯ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ডের ডগাইর খাল পরিষ্কারকরণ কার্যক্রম -২০২৪ উদ্ধোধন করেন
গত বুধবার সকালে ডগাইর জিরো পয়েন্ট এলাকায় নিশাত বিল্ডার্স এর তত্ত্বাবধানে এ খাল পরিষ্কারকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস এসময় আরো ও উপস্থিত ছিলেন, ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মতিন সাউদ,ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকী,কোনাপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সোহেল রানা,সারুলিয়া ইউনিয়ন আ,লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ বাবু, ডগাইর রুস্তম আলী ইউনিটের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মেয়র তাপস বলেন,২০২৪ সালের মধ্যে ঢাকার খালগুলো সংস্কার করা হবে।পরিচ্ছন্ন ঢাকা গড়তে ও কাজ করবেন বলে জানান।দক্ষিণ সিটির প্রতিটি জনপদকে আধুনিকতার আদলে সাজিয়ে মডেল ঢাকাবাসীকে উপহার দিবেন।