সেনবাগে কেশারপাড় মধ্যমপাড়া আদর্শ স্পোর্টিং ক্লাব আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৭:১৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ৪৩৪ বার পড়া হয়েছে
কেশারপাড় মধ্যমপাড়া আদর্শ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪(সিজন-৫) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ৮ মার্চ ) বিকেলে নোয়াখালীর সেনবাগে কেশারপাড় মধ্যমপাড়া আদর্শ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ (সিজন-৫) ফাইনাল খেলা কেশারপাড় দমদমা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী খন্দকার জামসেদ রানার সভাপতিত্বে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪(সিজন-৫) ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী, ঢাকাস্থ সেনবাগ পেশাজীবি পরিষদের সভাপতি, এসএ টিভি ও এসএ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম সুলতানা,২নং কেশারপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক ভূঁইয়া, ৮নং ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম খলিল চৌধুরী প্রমুখ।
কেশারপাড় জুনিয়র একাদশ বনাম নাইন স্টার এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নাইন স্টার চ্যাম্পিয়ন ও কেশারপাড় জুনিয়র একাদশ রানার্সআপ হয়। উভয় দলের খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, বিপুল সংখ্যক দর্শক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।