দক্ষিণ আফ্রিকায় আবারো ৮ দিনের মাথায় নোয়াখালীর সেনবাগের যুবক নিহত
- আপলোড সময় : ০৪:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ৪২৬ বার পড়া হয়েছে
নিহত যুবক নোয়াখালীর সেনবাগের ২নং কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের মিন্নাত আলী ভূঁইয়া বাড়ির শফি উল্যার ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৫)। সে সেনবাগ পৌরসভার হিসাব রক্ষক বিপ্লবের ভগ্নিপতি।
সোমবার (১১মার্চ) সকাল ১১টায় (বাংলাদেশ সময়) আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালীর সেনবাগের যুবক ইকবাল হোসেন নিহত।
দক্ষিণ আফ্রিকায় নিহত ইকবাল হোসেন তার আরেক পার্টনার মনির হোসেন, কামু মিয়ার বাড়ি, গ্রাম: মইজদিপুর,থানা: সেনবাগ, নোয়াখালী। দীর্ঘ ৮বছর যাবৎ ব্যবসা করে আসছে। গত ১০ মার্চ রোববারে ইকবালের ব্যবসা প্রতিষ্ঠানে দক্ষিণ আফ্রিকার ডার্বানে সন্ত্রাসীরা ঢুকে তার মাথায় গুলি করে, আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত ইকবালের যৌথ পারিবারিক অবস্থানে দক্ষিণ আফ্রিকায় ইকবাল, তার এক ভাই মোয়াজ্জেম (৩২) ও তার ভগ্নিপতি আবদুর রহিম।
নিহত ইকবালের ১ স্ত্রী রনক জাহান প্রিয়া (৩০) ও ২ ছেলের মধ্যে বড় ছেলে ইফাজ (১২),ছোট ছেলে ইমরান (৮)।
নিহত ইকবালের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন নিহতের লাশ দেশে দ্রুত আনার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।