কেরানীগঞ্জের পানগাঁও বন্দর সচলে কাজ চলছে: সালমান এফ রহমান
- আপলোড সময় : ০৮:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ৪২৫ বার পড়া হয়েছে
বন্ধ থাকা পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে সচল করতে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
আজ (১৬ মার্চ) শনিবার ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে (আইসিটি) প্রোফিটেবল করতে হবে। এখানে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করা হয়েছে। এটি শেখ হাসিনার প্রোজেক্ট। এটিকে সাকসেসফুল করতে হবে এবং সকলে মিলে সেটি করতে পারব। আগামী এক মাসের মধ্যে পানগাঁও কন্টেইনার টার্মিনালের হ্যান্ডেলিং ও ট্যারিফসহ সকল সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।