সিদ্ধিরগঞ্জে রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি’১৫ ব্যাচের ইফতার ও বন্ধু সম্মেলন
- আপলোড সময় : ০৮:০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ৪১৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৫ সালের ব্যাচের শিক্ষার্থীদের ইফতার ও বন্ধু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে মিজমিজির একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এসময় বিদ্যালয়টির এসএসসি ২০১৫ সালের শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলা পরিণত হয়।
বন্ধু সম্মেলনে স্কুল জীবনের স্মৃতিচারণ করেন উপস্থিত সাবেক শিক্ষার্থীরা। ইফতার মাহফিল ও বন্ধু সম্মেলনে এসে দীর্ঘদিন পর প্রাণের বন্ধুদের কাছে পেয়ে আড্ডায় মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি ব্যাচের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা।
আয়োজনে এসএসসি’১৫ ব্যাচের মো. শরীফ, রিফাত ইসলাম জয় (রাহি), আরাফাত জামিল, মো. সাজ্জাদুর রহমান, সাদ হোসেন রনি, হাবিবুর রহমান, নোমান আহমেদ, আতিকুর রহমান নিয়াজ, মো. আরাফাত হোসেন, আবরার হোসেন ইফতি, মো. সালাউদ্দিন প্রান্ত, মো. শামীম হোসেম, আবুল ফাহিম ও মাজহার ইমনসহ অনেকে উপস্থিত ছিলেন।