শিরোনাম :
বাগেরহাটে প্রায় ৫ হাজার পরিবার পাচ্ছে শেখ তন্ময়ের ঈদ উপহার
মল্লিক মোঃ জামান (জেলা প্রতিনিধি বাগেরহাট)
- আপলোড সময় : ০৮:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
বাগেরহাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৫ হাজার নিম্ন আয়ের মানুষ পাচ্ছে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের ঈদ উপহার।
এ উপলক্ষে বাগেরহাট পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে বাগেরহাট খানজাহান আলী মাজার সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
ঈদের উপর সামগ্রী সাধারণ মানুষের হাতে তুলে দেন এমপি শেখ তন্ময়।
এ সময় তিনি ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী, শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করেন। এছাড়া বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে পৌরসভার ৯টি ওয়ার্ডের সহস্রাধীক মানুষের মাঝে ঈদের উপর সামগ্রী তুলে দেন। উপহার সামগ্রী বিতরণ শেষে তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন।
ঈদ উপহার বিতরণকালে তার সাথে জেলা আওয়ামী লীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।