ডেমরায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ব্যাংক, স্বর্নের দোকার ও শপিংমলে পুলিশের পর্যবেক্ষণ
- আপলোড সময় : ১০:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / ৪০৭ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় ঈদকে সামনে রেখে আইন—শৃঙ্খলা সমুন্নত রাখা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ব্যাপক তৎপরতা চালিয়েছে ওয়ারী বিভাগ ডেমরা জোনের পুলিশের ঊর্ধতনরা। সাম্প্রতিককালে বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে চুরি—ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বৃহস্পতিবার দিনব্যাপী ডেমরার বিভিন্ন ব্যাংক, স্বর্নের দোকান ও শপিংমলে তারা পর্যবেক্ষণ করেন। এক্ষেত্রে ওইসব ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে জোরদার নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষণ প্রাপ্ত নিরাপত্তা প্রহরী ও সিসি ক্যামেরা সচল রয়েছে কিনা তা খতিয়ে দেখেছেন পুলিশ। ওয়ারী বিভাগ—ডেমরা জোনের অতিরিক্তি উপ—পুলিশ কমিশনার (এডিসি) মাসুদুর রহমান মনিরের নেতৃত্বে এ পর্যবেক্ষণ কর্মসূচী পালন করে পুলিশ। এ সময় ব্যাংক ম্যানেজার ও ব্যবসায়ীদের সার্বক্ষনিক সতর্ক থাকা, প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী বৃদ্ধি ও জরুরী মুহুর্তসহ নানা প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশনা দেন এডিসি। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধূসুদন দাস, ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম ও পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দারসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
এসিডি মাসুদুর রহমান মনির বলেন, ইতিমধ্যে ব্যাংক ডাকাতি ও ভোল্টের টাকা চুরি ও স্বর্ণের দোকানে চুরিসহ কয়েকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে বলে আমরা ডেমরা জোন এলাকাকে নিরাপদ ও সতর্ক অবস্থায় রাখতে চাই।