সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারকালে আটক ৩
- আপলোড সময় : ০৯:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ১৭৯২ বার পড়া হয়েছে
সুন্দরবন থেকে চুরি করে হরিণের মাংস পাচারকালে তিন হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (৬ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে মেইল বার্তায় আটককৃত হরিন শিকারীদের নাম ঠিকানা জানানো হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি
সাংবাদিকদের জানান, বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করে হরিণের মাংস, ৩ টি মাথা ও পাসহ মোট ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। হরিণ শিকারের কাজে ব্যবহৃহ একটি কাঠের নৌকা ও তিনটি মোবাইল ফোন
জব্দ করা হয়।
তিনি আরো জানান, অভিযান পরিচালনার পর আটককৃত হরিণ শিকারী ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।