ডেমরায় আসন্ন ঈদ উপলক্ষ্যে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান
- আপলোড সময় : ১২:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ৭৯৪ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ডেমরার ৩৭ টি মসজিদ—মাদ্রাসার ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী প্রদান করা হয়েছে। ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষ থেকে মঙ্গলবার বিকালে ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান আতিক এ সম্পানি সম্মানী প্রদান করেন।
কাউন্সিলর মো. আতিকুর রহমান আতিক বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস। তাই ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়।
আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নামাজ,রোজা, হজ্জ ও যাকাতসহ ইসলামের নীতি ও আদর্শ মেনে ধর্মীয় কাজের মধ্যে আমরা মুসলমানেরা পবিত্র এ রমজান মাস অতিবাহিত করেছি। ঈদ আসন্ন। তাই ধনী গরিব সকলে মিলে আমরা ঈদে আনন্দ ভাগাভাগি করে নিব।
তিনি আরও বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের প্রতিবছরই আমরা সম্মানী প্রদান করে থাকি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ তাপসের পক্ষ থেকে এ বছরও ৭০ নং ওয়ার্ডের ৩৭ মসজিদ—মাদ্রাসার ইমাম ও মুয়াজ্জিনদের হাতে সম্মানী তুলে দিতে পেরে আল্লাহর নিকট সন্তুষ্টি প্রকাশ করছি।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবু, মাতব্বর আনিস বেপারী, মেন্দিপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম আমিন ও ধীৎপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।