ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডেমরায় মেয়ের জামাইয়ের বাড়ীতে শ্বশুর—শ্যালকের দুর্ধর্ষ চুরি:থানায় মামলা

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • / ৪৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় আপন মেয়ের জামাইয়ের বাড়ীতে ঘর খালি পেয়ে শ্বশুর,শ্যালক তাদের এক সহযোগী নিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইউসুফ সরকার মঙ্গলবার দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত ওই ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১১ এপ্রিল দিবাগত গভীর ডগাইর নিউটাউন এলাকায় বাদির নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। এ সময় তারা ওই ঘরে থাকা নগদ ৯ লক্ষ টাকা, সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার যার অনুমান মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা, ৭০ হাজার টাকা মূল্যের ১ টি মোবাইলফোন, ৩০ হাজার টাকা মূল্যের ১ টি ট্যাব, বাড়ির দলিলপত্র, মামলার কাগজপত্র ও ব্যাংকের চেক বই চুরি করে।

অভিযুক্তরা হলো—ডেমরার ডগাইর নিউ টাউন এলাকার মৃত লাল মিয়া আমিনের ছেলে ও বাদির শ্বশুর মুখলিছুর রহমান কাসেমী (৬০), তার ছেলে মো. আসাদ (১৪) ও সহযোগী চাঁদপুরের সদর থানার মধ্যইচর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. আরিফুল ইসলাম (২৪)। এদিকে সিসি ক্যামেরার ফুটেজে এ চুরির ঘটনা ধরা পড়ায় বর্তমানে আসামিরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম বলেন, বাদি ও তার শ্বশুর নিউটাউন এলাকায় গত ২০২১ সালের ৯ ডিসেম্বর ০.০৫৪০ একর জমি কিনে ৩ তলা ভবন নির্মাণ করে একটি মাদ্রাসার কার্যক্রম শুরু করেন। পরে ওই জমি নিয়ে দ্বন্দের শুরু হলে এক পর্যায়ে এ বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে কাসেমী ও তার ছেলেসহ খাদেম বাদিকে মামলার জন্য হুমকি ধমকি দিয়ে চাঁদা দাবি করে। এ ঘটনায় আদালতের মাধ্যমে বাদির স্ত্রী তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।

ওসি জহিরুল ইসলাম আরও বলেন, গত ১০ এপ্রিল ঘর তালা দিয়ে স্বপরিবারে গ্রামের বাড়িতে যায় বেড়াতে যান মো. ইউসুফ। গত ১২ এপ্রিল বিকালে তারা বাড়ি ফিরে এসে দেখেন ঘরে চুরি হয়েছে। সিসি ক্যামেরায় এ ঘটনা প্রকাশ পেলে বাদি আত্মীয়—স্বজন ও এলাকাবাসীকে জানায়। তাদের জিজ্ঞাসাবাদে শ্বশুর মুখলিছুর রহমান কাসেমী চুরি যাওয়া মালামাল, নগদ টাকা ও স্বর্নালঙ্কার ফেরত দেওয়ার কথা বলেও নানা তালবাহানা করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় মেয়ের জামাইয়ের বাড়ীতে শ্বশুর—শ্যালকের দুর্ধর্ষ চুরি:থানায় মামলা

আপলোড সময় : ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

রাজধানীর ডেমরায় আপন মেয়ের জামাইয়ের বাড়ীতে ঘর খালি পেয়ে শ্বশুর,শ্যালক তাদের এক সহযোগী নিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইউসুফ সরকার মঙ্গলবার দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত ওই ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১১ এপ্রিল দিবাগত গভীর ডগাইর নিউটাউন এলাকায় বাদির নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। এ সময় তারা ওই ঘরে থাকা নগদ ৯ লক্ষ টাকা, সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার যার অনুমান মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা, ৭০ হাজার টাকা মূল্যের ১ টি মোবাইলফোন, ৩০ হাজার টাকা মূল্যের ১ টি ট্যাব, বাড়ির দলিলপত্র, মামলার কাগজপত্র ও ব্যাংকের চেক বই চুরি করে।

অভিযুক্তরা হলো—ডেমরার ডগাইর নিউ টাউন এলাকার মৃত লাল মিয়া আমিনের ছেলে ও বাদির শ্বশুর মুখলিছুর রহমান কাসেমী (৬০), তার ছেলে মো. আসাদ (১৪) ও সহযোগী চাঁদপুরের সদর থানার মধ্যইচর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. আরিফুল ইসলাম (২৪)। এদিকে সিসি ক্যামেরার ফুটেজে এ চুরির ঘটনা ধরা পড়ায় বর্তমানে আসামিরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম বলেন, বাদি ও তার শ্বশুর নিউটাউন এলাকায় গত ২০২১ সালের ৯ ডিসেম্বর ০.০৫৪০ একর জমি কিনে ৩ তলা ভবন নির্মাণ করে একটি মাদ্রাসার কার্যক্রম শুরু করেন। পরে ওই জমি নিয়ে দ্বন্দের শুরু হলে এক পর্যায়ে এ বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে কাসেমী ও তার ছেলেসহ খাদেম বাদিকে মামলার জন্য হুমকি ধমকি দিয়ে চাঁদা দাবি করে। এ ঘটনায় আদালতের মাধ্যমে বাদির স্ত্রী তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।

ওসি জহিরুল ইসলাম আরও বলেন, গত ১০ এপ্রিল ঘর তালা দিয়ে স্বপরিবারে গ্রামের বাড়িতে যায় বেড়াতে যান মো. ইউসুফ। গত ১২ এপ্রিল বিকালে তারা বাড়ি ফিরে এসে দেখেন ঘরে চুরি হয়েছে। সিসি ক্যামেরায় এ ঘটনা প্রকাশ পেলে বাদি আত্মীয়—স্বজন ও এলাকাবাসীকে জানায়। তাদের জিজ্ঞাসাবাদে শ্বশুর মুখলিছুর রহমান কাসেমী চুরি যাওয়া মালামাল, নগদ টাকা ও স্বর্নালঙ্কার ফেরত দেওয়ার কথা বলেও নানা তালবাহানা করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন