কেরানীগঞ্জে অবৈধ জেলি পুশকৃত ২৫০ কেজি চিংড়ি জব্দ
- আপলোড সময় : ১০:০০:০১ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ৫৩৭ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে জেলি মিশ্রিত ২৫০ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার ভোর ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু মহাসড়কের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করা হয়। এসময় অবৈধ জেলি পুশকৃত চিংড়ি মাছের সাথে সংশ্লিষ্ট জালাল (৩০) ও ইয়াসিন নামে দুইজনকে দুই বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এ সময় কেরানীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু রিয়াদ।
কেরানীগঞ্জের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ধলেশ্বরী ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা খুলনা থেকে ছেড়ে আসা
যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চার হাজার ২৫০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়। পরে এগুলোতে ডিজেল মিশিয়ে আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।