টিউবওয়েল প্রতীক পেয়ে নির্বাচনের মাঠে প্রচারে ব্যস্ত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহেদ ইকবাল
- আপলোড সময় : ১১:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ৩৯৭ বার পড়া হয়েছে
প্রতীক পেয়েই নির্বাচনের মাঠে জমজমাট প্রচারে ব্যস্ত হয়ে উঠেছেন টিউবওয়েল প্রতীকে কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহেদ ইকবাল।কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে বেড়াচ্ছে টিউবওয়েল প্রতীকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহেদ ইকবাল। ভোটারদের মন জয় করার আশায় সকাল থেকেই ছুটছেন কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় । কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে।একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজে ও কর্মী-সমর্থকরা প্রচার চালিয়ে যাচ্ছেন।গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে গিয়ে উপজেলার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহেদ ইকবাল বলেন, আমি সবসময় মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই। বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুনদের সুযোগ দিয়ে, নেতৃত্বের নতুন মোড় তৈরি করছেন। আমি এবার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি । আমার বিশ্বাস আমি উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন।