রূপগঞ্জে চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় মানবাধিকার কর্মীর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট
- আপলোড সময় : ১০:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ৩২৭ বার পড়া হয়েছে
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতনারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় মানবাধিকার কর্মীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল গভীর রাতে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার মানবাধিকার কর্মী ফাহিমা জানান গত দুইদিন আগে আমার পাশের বাড়ির লোকজন নতুন ঘর নির্মাণ করতে গেলে স্থানীয় চাঁদাবাজরা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করলে তাদের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পরে আমি জিজ্ঞেস করতে গেলে আমাকে বিভিন্ন গালিগালাজ করে চলে যেতে বলে। এবং আমি চলে যাই তারই জের ধরে গতকাল
(৩মে) শুক্রবার গভীর রাতে ওমর বাহিনীর প্রধান ওমর (৫০) আলামিন (৪০) নাসির (৫০) রাজিব (৩৫) মামুন (৩০) মজিবুর রহমান (৫০) সুমন (৪৫) সহ বিশ পঁচিশ জনের একদল সন্ত্রাসী আমার বাসায় হামলা ভাঙচুর এবং লুটপাট করে। পরে গভীর রাতেই পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন এঘটনা শোনার সাথে সাথেই আমরা পুলিশ পাঠিয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে