কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত চক্রের ০৮ সদস্য গ্রেফতার
- আপলোড সময় : ১০:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ৫০৩ বার পড়া হয়েছে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত চক্রের ০৮ সদস্য গ্রেফতার করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জাহাঙ্গীর (৪২),মোস্তফা (৩৫),জামাল (৩৫),লিটন বেপারী (২৭), রাজু মাতবর (২৭),সোহেল (৩২), তৌহিদ শেখ (২৬),রিফাত (২৮)। আজ বিকাল ৪ টায় বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর। তিনি জানান, গত ১৭ এপ্রিল রাত ০২.৩০ টায় ঝিলমিল এলাকায় জিয়াউদ্দিন কবীর (৩৮)-কে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাথারী ভাবে মারপিঠ করে এবং তার সাথে থাকা নগদ টাকা নিয়ে মারধর করে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে এ ঘটনায় জিয়াউদ্দিন কবীর (৩৮) বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা করেন। একটি চৌকস তদন্ত দল ঘটনায় জড়িত সংঘবদ্ধ এই ডাকাতচক্রকে তথ্য-প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল কেরাণীগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ ও ডিএমপির বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে দূর্ধর্ষ এই ডাকাত দলের ০৮ সদস্য গ্রেফতার করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, কেরাণীগঞ্জের সাউথটাউন এলাকায় হাইওয়ে রোডে ও ঝিলমিল এলাকায় ব্যারিকেড দিয়ে মাওয়া হতে ঢাকা গামী গাড়ি ডাকাতি করে। এছাড়াও উক্ত ডাকতদল ডাকাতরা আরো জানায় যে, তারা গত বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন মহাসড়কে ডাকাতি করে আসছিলো। জিজ্ঞাসাবাদে তারা ঢাকা-মাওয়া হাইওয়ের কেরাণীগঞ্জ ও মুন্সিগঞ্জের নিমতলী এবং ঢাকা-কুমিল্লা হাইওয়ের গজারিয়া, মেঘনা ও দাওদকান্দি এলাকায় ডাকাতি করার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে মর্মে তথ্য পাওয়া যায়। মামলার তদন্ত অব্যাহত আছে।