বাগেরহাটের তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
- আপলোড সময় : ০৫:৩৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / ৫০৩ বার পড়া হয়েছে
বাগেরহাটে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ ফকিরহাট উপজেলায় শেখ ওয়াহিদুজ্জামান বাবু, চিতলমারী উপজেলায় আবু জাফর মোঃ আলমগীর সিদ্দিকী ও মোল্লাহাট উপজেলায় শাহিনুল আলম ছানা বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট জেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ জালাল উদ্দিন বুধবার রাত সাড়ে ১০ টায় ভোটের ফলাফল ঘোষনা করেন।
জেলা নির্বাচন অফিস কর্তৃক প্রদেয়
ঘোষিত ফলাফলে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শেখ ওয়াহিদুজ্জামান বাবু (মাটরসাইকেল) ৪৫ হাজার ৫৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বপন দাস (আনারস) পেয়েছেন ২৭ হাজার ১৩৭ ভোট।
অন্যদিকে চিতলমারী উপজেলায় ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু জাফর মোঃ আলমগীর সিদ্দিকী (দোয়াত কলম)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অশোক কুমার বড়াল (মোটরসাইকেল) পেয়েছেন ২৭ হাজার ১২০ ভোট।
এছাড়া মোল্লাহাট উপজেলায় ২৯ হাজার ৯০২ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহিনুল আলম ছানা (দোয়াত কলম)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসির উদ্দিন (আনারস) পেয়েছেন ১৯ হাজার ৯৫৪ ভোট।