বিশ্ব পরিবেশ দিবসে ফেরদৌস আহমেদ এমপি’র বৃক্ষ রোপন
- আপলোড সময় : ০৯:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- / ৩৪৫ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার আয়োজনে শিশু কিশোরদের মাঝে গাছের চারা বিতরন ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। ৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ধানমন্ডি ২৭-এ সংলগ্ন ধানমন্ডি বয়েজ স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা ১০ আসনের মাননীয় সংসদ সদস্য অভিনেতা জনাব ফেরদৌস আহমেদ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘গাছ লাগান,পরিবেশ বাঁচান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি শিরিন আক্তার মঞ্জুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাকারিয়া জাকা। প্রধান আলোচক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ নূরুল ইসলাম পিএসসি। সাংস্কৃতিক সম্পাদক দুলাল খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লেক সার্কাস উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল মান্নান, বিএডিসি, ঢাকা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুল ইসলাম এবং ধানমণ্ডি গভ: বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিনসহ অনেকে।
প্রধান অতিথি ফেরদৌস আহমেদ বলেন, আমাদের মতো গাছেরও প্রাণ আছে। আমরা চলাফেরা করতে পারি কিন্তু তারা পারে না। আর এটি আবিষ্কার করেছেন আমাদের দেশের গর্ব, বিজ্ঞানী স্যার জগদিস চন্দ্র বসু। আমরা সেই গাছ কেটে উজার করছি, পরিবেশ ধ্বংস করছি। আজকে যে, এত তাপদাহ, এর আসল কারণ অবাধে বৃক্ষ নিধন। আজ থেকে আমরা শপথ নিই, আর বৃক্ষ নিধন নয়, পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষ রোপন করবো। গাছকে ভালোবাসবো, গাছের যত্ন নিবো। আর তাই মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, গাছকে সন্তানের মতো লালন পালন করুন।