সোনারগাঁওয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৯:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৬ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার।
প্রধান অতিথি সাংসদ আবদুল্লাহ আল কায়সার সোনারগাঁ উপজেলার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে তাঁর পরিকল্পনার কথা বলেন। গুণগত শিক্ষা নিশ্চিত করতে তিনি শিক্ষা প্রশাসন, ম্যানেজিং কমিটি, শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী সবাইকে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় তিনি স্মার্ট ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার কোমলমতি ছাত্রছাত্রীর সঠিক মেধা বিকাশের প্রধান অন্তরায় বলে উল্লেখ করেন। তিনি শিক্ষক, অভিভাবকদের এই দিকে বিশেষ নজর রাখার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন , ২৪ ঘন্টা ছাত্ররা কি করছে তা দেখা শিক্ষকদের কোনো সুযোগ নাই তেমনি অভিভাবকদেরও সুযোগ নাই। নিজেদের কাজ নিজেদের করতে হবে , নিজেদের ভালোমন্দ নিজেদেরই বুঝতে হবে।
শিক্ষায় স্কাউটিং এর গুরুত্ব অপরিসীম। তাই সোনারগাঁওয়ে স্কাউটিং কে আরো সমৃদ্ধ ও সক্রিয় রাখতে এমপির পক্ষ থেকে উপহার হিসেবে প্রতিটি বিদ্যালয়ে ড্রামসেট প্রদান করেন।
একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সদ্য বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, নব যোগদানকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আবু তালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ী শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিষ্ঠান , শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বদলি জনিত কারণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধানকে বিদায় ও নব যোগদানকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আবু তালেব কে বরণ করে নেয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধান ও তাঁদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।