ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোটা আন্দোলনের একাত্মতায় জবি শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ঘোষণা

রাকিবুল হাসান রাকিব (ক্যাম্পাস প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
রাকিবুল হাসান রাকিব (ক্যাম্পাস প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
  • আপলোড সময় : ০১:১৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • / ৪৯০ বার পড়া হয়েছে

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে  ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  শিক্ষার্থীরা।

শুক্রবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  শিক্ষার্থীরা তাদের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে।

এখন প্রর্যন্ত পাওয়া তথ্য মতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতোমধ্যে ২৩টি ডিপার্টমেন্ট এর ৬৬ টি ব্যাচ ক্লাস পরীক্ষা বর্জন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে । গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ব্যাচ(১৬,১৭ ও ১৮), ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ব্যাচ(১৬,১৭ ও ১৮), আইন বিভাগের -ব্যাচ (১৫,১৬,১৭ ও ১৮), মার্কেটিং বিভাগের ব্যাচ(১৭,১৮), দর্শন বিভাগের ব্যাচ (১৭,১৮), সমাজকর্ম বিভাগের ব্যাচ(১৮), আই.ই.আর বিভাগের  (১৪,১৬,১৭ ও ১৮), গণিত বিভাগের ব্যাচ(১৮), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ব্যাচ (১৭,১৮), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ব্যাচ (১৫,১৬,১৭ ও ১৮), আই.এম.এল বিভাগের ব্যাচ(১৪,১৫,১৬,১৭ ও ১৮), ইতিহাস বিভাগের (১৪,১৫,১৬,১৭ ও ১৮), পদার্থবিদ্যা বিভাগের ব্যাচ (১৭), লোক প্রশাসন বিভাগের ব্যাচ (১৭,১৮), নৃবিজ্ঞান বিভাগের ব্যাচ(১৬,১৭ ও ১৮),  হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যাবস্থাপনা বিভাগের ব্যাচ(১৭ ও ১৮), পরিসংখ্যান বিভাগের ব্যাচ (১৬,১৭,১৮), সমাজ বিজ্ঞান বিভাগের ব্যাচ(১৬), ইংরেজি বিভাগের ব্যাচ(১৫,১৬), রসায়ন বিভাগের ব্যাচ (১৪,১৫,১৬,১৭,১৮),ইসলামিক স্টাডিজ বিভাগের ব্যাচ(১৪,১৫,১৬,১৭,১৮),উদ্ভিদবিজ্ঞান বিভাগের ব্যাচ(১৫,১৬,১৭,১৮),প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ব্যাচ ( ১৭ ও ১৮)।

ক্লাস বর্জনকারী ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, যদি এই কোটা ব্যবস্থা থাকে তাহলে কিন্তু মেধার মূল্যায়ন হবে না আর মেধার মূল্যায়ন যদি না হয় তাহলে পড়াশোনা করা ভ্যালুলেস হবে মেধাটা যাচাই হবে না এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষায় বসব না সর্বাত্মকভাবে ক্লাস পরীক্ষা আমরা বর্জন করেছি।

ক্লাস বর্জনকারী আরেক  শিক্ষার্থী শুভ আহমেদ বলেন, আমি মনে করি একটি স্বাধীন জাতি কখনো বৈষম্যের শৃঙ্খলে আবদ্ধ থাকতে পারে না।তাই আমরা ছাত্র জনতা এক হয়ে আন্দোলন করে যাবো,যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হয়।আমরা আশা করি,সরকার আমাদের কোটা সংস্কার দাবি শীঘ্রই মেনে নিবে।

ক্লাস বর্জনকারী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী ওমর ফারুক জিলন বলেন, কোটা প্রথা সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায্য। একজন সুনাগরিক এবং সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা এটা মেনে নিতে পারিনা। অবিলম্বে মুক্তিযোদ্ধা কোটা,পৌষ্য কোটা সহ সকল কোটা বাতিল করে মেধাবীদের সুযোগ করে দেওয়া উচিত।

উল্লেক্ষ্য গত ৫ জুন সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। মুক্তিযোদ্ধা সন্তানের করা এক রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।##

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কোটা আন্দোলনের একাত্মতায় জবি শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ঘোষণা

আপলোড সময় : ০১:১৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে  ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  শিক্ষার্থীরা।

শুক্রবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  শিক্ষার্থীরা তাদের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে।

এখন প্রর্যন্ত পাওয়া তথ্য মতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতোমধ্যে ২৩টি ডিপার্টমেন্ট এর ৬৬ টি ব্যাচ ক্লাস পরীক্ষা বর্জন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে । গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ব্যাচ(১৬,১৭ ও ১৮), ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ব্যাচ(১৬,১৭ ও ১৮), আইন বিভাগের -ব্যাচ (১৫,১৬,১৭ ও ১৮), মার্কেটিং বিভাগের ব্যাচ(১৭,১৮), দর্শন বিভাগের ব্যাচ (১৭,১৮), সমাজকর্ম বিভাগের ব্যাচ(১৮), আই.ই.আর বিভাগের  (১৪,১৬,১৭ ও ১৮), গণিত বিভাগের ব্যাচ(১৮), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ব্যাচ (১৭,১৮), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ব্যাচ (১৫,১৬,১৭ ও ১৮), আই.এম.এল বিভাগের ব্যাচ(১৪,১৫,১৬,১৭ ও ১৮), ইতিহাস বিভাগের (১৪,১৫,১৬,১৭ ও ১৮), পদার্থবিদ্যা বিভাগের ব্যাচ (১৭), লোক প্রশাসন বিভাগের ব্যাচ (১৭,১৮), নৃবিজ্ঞান বিভাগের ব্যাচ(১৬,১৭ ও ১৮),  হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যাবস্থাপনা বিভাগের ব্যাচ(১৭ ও ১৮), পরিসংখ্যান বিভাগের ব্যাচ (১৬,১৭,১৮), সমাজ বিজ্ঞান বিভাগের ব্যাচ(১৬), ইংরেজি বিভাগের ব্যাচ(১৫,১৬), রসায়ন বিভাগের ব্যাচ (১৪,১৫,১৬,১৭,১৮),ইসলামিক স্টাডিজ বিভাগের ব্যাচ(১৪,১৫,১৬,১৭,১৮),উদ্ভিদবিজ্ঞান বিভাগের ব্যাচ(১৫,১৬,১৭,১৮),প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ব্যাচ ( ১৭ ও ১৮)।

ক্লাস বর্জনকারী ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, যদি এই কোটা ব্যবস্থা থাকে তাহলে কিন্তু মেধার মূল্যায়ন হবে না আর মেধার মূল্যায়ন যদি না হয় তাহলে পড়াশোনা করা ভ্যালুলেস হবে মেধাটা যাচাই হবে না এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষায় বসব না সর্বাত্মকভাবে ক্লাস পরীক্ষা আমরা বর্জন করেছি।

ক্লাস বর্জনকারী আরেক  শিক্ষার্থী শুভ আহমেদ বলেন, আমি মনে করি একটি স্বাধীন জাতি কখনো বৈষম্যের শৃঙ্খলে আবদ্ধ থাকতে পারে না।তাই আমরা ছাত্র জনতা এক হয়ে আন্দোলন করে যাবো,যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হয়।আমরা আশা করি,সরকার আমাদের কোটা সংস্কার দাবি শীঘ্রই মেনে নিবে।

ক্লাস বর্জনকারী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী ওমর ফারুক জিলন বলেন, কোটা প্রথা সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায্য। একজন সুনাগরিক এবং সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা এটা মেনে নিতে পারিনা। অবিলম্বে মুক্তিযোদ্ধা কোটা,পৌষ্য কোটা সহ সকল কোটা বাতিল করে মেধাবীদের সুযোগ করে দেওয়া উচিত।

উল্লেক্ষ্য গত ৫ জুন সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। মুক্তিযোদ্ধা সন্তানের করা এক রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।##

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন