ডেমরায় মসজিদ ও মাদ্রাসার রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন
- আপলোড সময় : ১০:৪৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ৭৬৮ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় মসজিদ ও মাদ্রাসার রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা আজ বিকেলে ডেমরা থানাধীন পাইটি এলাকায় জামেআ মারকাযুল ইহ্সান ও মসজিদ-এ বাইতুল মতীন এর সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ মানববন্দন টি অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তারা বলে, আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য ২০২২ সালে পাইটি বিশ্বরোড সংলগ্ন ডেমরা এলাকায় ১৩৩ শতাংশ জমি কিনেছি তার পর মাদরাসা-মসজিদের নামে নাম জারি করে সেখানে প্রাথমিক শিক্ষা ও আযান-নামায শুরু হয়। মাদ্রাসার জমির পূর্বে ব্র্যাক নার্সারী এবং দক্ষিণ-পশ্চিমে আবুল কালাম ফরহাদ সাহেবের জমি৷
স্থানীয় সন্ত্রাসীদের সহযোগিতায় মাদরাসায় যাতায়াতের রাস্তার সামনে আড়াআড়ি দ্বিতল ভবন নির্মাণ করে সকল নাগরিকের অধিকার চলার পথ চূড়ান্তভাবে বন্ধ করে দেন।
ঐ ভবনটি রাজউক এর দৃষ্টিতে অবৈধ ছবাপনা হওয়ায় রাজউক ভবনটির আংশিক ভেঙ্গে দিয়ে বাকী অংশ সম্পূর্ণ ভেঙ্গে ফেলার চুড়ান্ত নির্দেশ দিয়ে ছিলো। রাস্তা দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপন করে যাচ্ছিলেন আবুল কালাম ফরহাদ। এমন কি মাদরাসার ছাত্র-শিক্ষকদেরকে হুমকি ধমকি এবং চরমভাবে লাঞ্চিত করেছেন।
এলাকার সর্বন্তরের জনগণ স্বদ্যোগে মসজিদ-মাদরাসা ও জনসাধারণের চলাচলের সেই বন্ধ রাস্তা খুলে দেয়ার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করে রাস্তাটি খুলে দেন।
অন্তবর্তিকালিন সরকারের কাছে আমরা দাবী যানাচ্ছি এই রাস্তাটি যেনো আর কখনও বন্দ না হয়।